reporterঅনলাইন ডেস্ক
  ২১ জানুয়ারি, ২০২১

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য আহ্বান

সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর জন্য নতুন সদস্য আহ্বান করা হয়েছে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে যারা সদস্যপদ গ্রহণ করবেন তারা প্রত্যেকই পুনর্বিন্যাস আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত হবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রয়োজনে যোগাযোগ : সেন্ট্রাল অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ফোন নাম্বার : ০১৭১১৮৫৬৫৭১ এবং ভালোবাসার মতিহার, ফোন নম্বর : ০১৯৭১৪০১০৮০। অনলাইন মেম্বারশিপের জন্য লগ ইন করুন : ওয়েবসাইট লিংক িি.িৎঁধধ-ৎঁ.ড়ৎম ওয়েবসাইট থেকে জানা যায়, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ গঠনের দীর্ঘ স্বপ্ন প্রাথমিকভাবে পূর্ণতা পায় ১৯৯৯ সালে। প্রথম এই অ্যাসোসিয়েশন গঠন প্রক্রিয়ার চিন্তা এসেছিল তৎকালীন উপাচার্য প্রফেসর সাইদুর রহমান খানের সময়ে। প্রফেসর অরুণ কুমার বসাককে আহ্বায়ক করে একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কাঠামো দাঁড় করানো হয়। তারই ধারাবাহিকতায় সুদীর্ঘদিন পরে ২০১৩ সালের ২১ মার্চ ‘প্রথম অ্যালামনাই পুনর্মিলনী’ ও ৩১ সদস্যের কার্যকরী কমিটি গঠিত হয়। কিন্তু কমিটি আর কোনো কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে পারেনি। এরপর ২০১৭ সালে ঢাকার সাবেক শিক্ষার্থীরা একটি অনন্য উদ্যোগ নিয়ে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষক ও ছাত্রছাত্রী পুনর্মিলনী’ অনুষ্ঠানের আয়োজন করে এবং তাদের প্রাণপ্রিয় শিক্ষায়তনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব বিশেষভাবে সামনে নিয়ে আসে। তবে সে কাজটি অসম্পন্নই থেকে যায়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close