ক্যাম্পাস ডেস্ক

  ১৯ অক্টোবর, ২০২০

বিশ্বের ১০০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ব্র্যাকের ৩ স্কুল

চলমান বিশ্ব শিক্ষা সপ্তাহে সবার জন্য উচ্চতর এবং উন্নত মানের শিক্ষার প্রসারে তাদের সর্বোত্তম কাজের স্বীকৃতিস্বরূপ বিশ্বজুড়ে ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ব্র্যাকের তিনটি স্কুল স্থান পেয়েছে। শিক্ষকদের উন্নয়নে কাজ করা আন্তর্জাতিক ফোরাম ‘টি-ফোর’ আয়োজিত এক ইভেন্টে এ ঘোষণা আসে। কোভিড-১৯ মহামারির কারণে গত ৫ অক্টোবর থেকে ৯ অক্টোবর ডিজিটাল অনুষ্ঠানের মাধ্যমে একে উদযাপন করা হবে। নির্বাচিত স্কুলগুলো এই সময়ের মধ্যে অনুষ্ঠানের আয়োজন করবে, যা বিশ্বজুড়ে প্রচারিত হবে। বিশ্ব শিক্ষা সপ্তাহের জন্য নির্বাচিত স্কুল হলো সুনামগঞ্জের তাহিরপুরের হাওর এলাকা ভাটি জামালগড়ে ব্র্যাকের শিক্ষাতরী (বোট স্কুল), নেত্রকোনার কান্দাপাড়া পশ্চিম ব্র্যাক প্রাথমিক বিদ্যালয় এবং সুনামগঞ্জের সাউদেরশ্রী ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়। ৬ অক্টোবর মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, উদ্বোধনী দিনে সুনামগঞ্জের তাহিরপুরের হাওর এলাকা ভাটি জামালগড়ে ব্র্যাকের শিক্ষাতরীতে (বোট স্কুল) এক ঘণ্টার অধিবেশন হয়। এই অধিবেশনের শিরোনাম ছিল ‘জলবায়ু পরিবর্তনের নিরিখে স্কুলগুলোকে আরও প্রাণোচ্ছল করে তোলা।’ প্রত্যন্ত অঞ্চলে বাচ্চাদের শিক্ষিত করার জন্য একটি অনন্য উদ্ভাবন এই নৌকা স্কুল। যারা স্কুলে যেতে পারে না বা গেলেও ঝরে পড়ার (ড্রপ আউট) ঝুঁকি থাকে, তাদের পড়াশোনায় নিয়ে আসার ধারণাটি এখানে দৃশ্যমান হয়। বর্তমানে সারা দেশের ১৬ জেলার নিচু এলাকায় মোট ৬০০ নৌকা স্কুল চালু রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close