reporterঅনলাইন ডেস্ক
  ২৯ সেপ্টেম্বর, ২০২০

স্বাস্থ্যবিধি মেনে দুই মাসের মধ্যে খোলা হতে পারে আবাসিক হল : চবি উপাচার্য

স্বাস্থ্যবিধি মেনে আগামী দুই মাসের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলগুলো খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। তবে একাডেমিক কার্যক্রম কবে নাগাদ শুরু হতে পারে এ বিষয়ে কিছু বলেনননি তিনি। রোববার ১৩ সেপ্টেম্বর ৩২তম সিনেট অধিবেশনে বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের অধ্যাপক দানেশ মিয়ার স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তাবনার জবাবে এই সম্ভাবনার কথা জানিয়েছেন উপাচার্য। অধ্যাপক দানেশ মিয়া তার সিনেট বক্তব্যে বলেন, ‘শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয় বন্ধ দেওয়া হয়েছে। কিন্তু ট্যুরিস্ট স্পটসহ হাট-বাজার সবকিছুই খোলা রয়েছে। শিক্ষার্থীরা তো সেখানে গিয়েও করোনায় আক্রান্ত হতে পারে। অতএব স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হোক।’ জবাবে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, ‘কোভিড-১৯ মহামারির কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ দেওয়া হয়েছে। এতে সরকারি নির্দেশনাও রয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে আগামী দুই মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হতে পারে।’

সিনেট অধিবেশনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ড. এসএম মনিরুল হাসান, প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া, বিভিন্ন হলের প্রভোস্টসহ সিনেট সদস্যরা। এ ছাড়াও অনলাইনে যুক্ত হয়েছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান, বাংলা একাডেমির পরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজীসহ অন্য সিনেট সদস্যরা। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close