reporterঅনলাইন ডেস্ক
  ২১ সেপ্টেম্বর, ২০২০

মুজিববর্ষ উপলক্ষে শাবি ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলদ ও ভেষজ চারা রোপণ করেছেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃক্ষরোপণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, উপদফতর বিষয়ক সম্পাদক সজিবুর রহমান, উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী, সদস্য আশরাফ কামাল আরিফ, আব্দুল্লাহ আল রোমান ও মাজেদুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের সহসভাপতি মামুন শাহ ও আমিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া, অ্যাপ্লায়েড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের সভাপতি সাদ্দাম হোসেন লিখন, ফিজিকাল সায়েন্স অনুষদের যুগ্ম আহ্বায়ক আনাস তাসফিক, পলিটিক্যাল স্টাডিজ বিভাগ ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন আহমেদসহ আরও অনেকে। কর্মসূচি শেষে শাবিপ্রবি ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে আমরা শাবিপ্রবি ছাত্রলীগের নেতাকর্মীরা বৃক্ষরোপণ করেছি। পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই।’ সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close