reporterঅনলাইন ডেস্ক
  ১৪ এপ্রিল, ২০২০

অনলাইনে ক্লাস নিচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ের ২ বিভাগ

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানই দীর্ঘ ছুটিতে। অনাকাক্সিক্ষত এ বন্ধের ক্ষতিপূরণ এবং সেশন জট ঠেকাতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার আহ্বান জানায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এর পরিপ্রেক্ষিতে অনলাইনে ক্লাস শুরু করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগ। ২৪ মার্চ অনলাইনে ক্লাস শুরু করে বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ। পাশাপাশি অনলাইনেই মিডটার্ম পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে বিভাগটি। এদিকে গত ৪ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস শুরু করেন প্রভাষক মাসুদুর রহমান।

এ সম্পর্কে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের প্রভাষক রাকিবুল ইসলাম বলেন, ‘ইউজিসির নির্দেশনা আসার আগেই আমরা চিন্তা করছিলাম কীভাবে আমাদের শিক্ষা কার্যক্রম চলমান রাখা যায়। সহকর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে আমি অনলাইনে ক্লাস নেওয়া শুরু করি। শিক্ষার্থীর বেশ আগ্রহ নিয়ে ক্লাস, অ্যাসাইনমেন্ট করেছে। মিডটার্ম পরীক্ষাও আমরা অনলাইনেই নেওয়ার ব্যবস্থা করব।’ শাহরিয়ার শিশির নামে এক শিক্ষার্থী বলেন, ‘অনলাইন ক্লাস নিঃসন্দেহে ভালো উদ্যোগ। কিন্তু দেখ গেছে অনেকের বাসায় ঠিকমতো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, আবার কারোর কারোর স্মার্টফোনও না থাকায় অনলাইন ক্লাসগুলোর ফুল পার্টিসিপেশন নিশ্চিত করা যাচ্ছে না।’

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close