reporterঅনলাইন ডেস্ক
  ১৪ এপ্রিল, ২০২০

আইআইইউসির শিক্ষার্থীদের বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ

সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এর ফলে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি পণ্যের চাহিদা এবং দাম কয়েকগুণ বেড়েছে। এমন পরিস্থিতিতে নিজেদের উদ্যোগে তৈরি হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিনামূল্যে বিতরণ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম (আইআইইউসি) এর শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি বিভাগ এবং ফার্মেসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও বিতরণ করা হয়। চট্টগ্রাম শহরের চকবাজার, মুরাদপুর, জিইসি এলাকায় গরিব ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে ৩০০ হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরাও অংশ নেয়। ফার্মেসি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি জহির উদ্দিন বাবর বলেন, ‘করোনার সংক্রমণ থেকে রক্ষার প্রধান উপায় হচ্ছে সচেতনতা। আর সমাজের নিম্ন শ্রেণির কিংবা আর্থিকভাবে অসচ্ছল লোকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা আমাদের সবার দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে আমাদের সকলের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসা উচিত। সে কারণেই আমাদের এই উদ্যোগ। এই উদ্যোগ অব্যাহত থাকবে।’

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close