reporterঅনলাইন ডেস্ক
  ০৯ ডিসেম্বর, ২০১৯

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে নবীনবরণ অনুষ্ঠিত

২১ নভেম্বর বিজয় মিলনায়তনে ড্যাফোডিল ফাউন্ডেশন পরিচালিত সর্বাধুনিক ও সম্পূর্ণ আইটিভিত্তিক ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন কম্পিউটার, টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল, সিভিল, টেক্সটাইল গার্মেন্টস ডিজাইন ও প্যাটার্ন মেকিং ২০১৯-২০২০ ইং শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহাবুবুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমেরিটাস প্রফেসর ইঞ্জিনিয়ার মো. আজহারুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, উপস্থিত ছিলিনে অধ্যক্ষ কে এম হাসান রিপন। অনুষ্ঠানে বক্তারা ভবিষ্যৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়াদের চাকরির বাজারের জন্য কীভাবে প্রস্তুত হওয়া যায় এবং ইন্টার্নশিপ বিষয়ক পরামর্শ প্রদান করেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close