reporterঅনলাইন ডেস্ক
  ১৯ সেপ্টেম্বর, ২০১৯

যবিপ্রবিতে সহপাঠীর চিকিৎসা সাহায্যার্থে কনসার্ট

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী প্রিয়াঙ্কার জন্য কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আয়োজিত এই কনসার্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সহপাঠী প্রিয়াঙ্কাকে বাঁচাতে যবিপ্রবি শিক্ষার্থীরা যা যা করছেন, তা অতুলনীয়। সত্যিকার অর্থেই তারা প্রমাণ করেছেন মানুষ মানুষের জন্য। যত দিন তোমরা বাঁচবে, তত দিন মানুষের পাশে দাঁড়াবে। আমি বিশ্বাস করি, সবার সহযোগিতায় সৃষ্টিকর্তা প্রিয়াঙ্কাকে আমাদের মাঝে সুস্থভাবে ফিরিয়ে দেবেন। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে ‘কনসার্ট ফর প্রিয়াঙ্কা’ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, যবিপ্রবির ফার্মেসি বিভাগের শিক্ষার্থী প্রিয়াঙ্কা দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে বর্তমানে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসায় সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা ‘কনাসার্ট ফর প্রিয়াঙ্কা’-এর আয়োজন করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close