reporterঅনলাইন ডেস্ক
  ১০ সেপ্টেম্বর, ২০১৯

‘অভিন্ন নীতিমালা’ প্রত্যাখ্যান শাবি শিক্ষক সমিতির

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রস্তাবিত অভিন্ন শিক্ষক নিয়োগ ও পদোন্নতি নীতিমালা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসনের পরিপন্থি বলে উল্লেখ করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন তিনি। অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম বলেন, ‘প্রস্তাবিত অভিন্ন শিক্ষক নীতিমালায় বিভিন্ন ধরনের পরিবর্তন নিয়ে আসা হয়েছে। সেখানে নীতিমালায় যে পরিবর্তন নিয়ে আসার প্রস্তাব এসেছে তা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর যে স্বায়ত্তশাসন রয়েছে তা ক্ষুণœ করে। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ক্ষুণœ করে এমন অভিন্ন নীতিমালা বাস্তবায়ন আমরা মানব না।’ তিনি আরো বলেন, ‘শিক্ষক ফেডারেশন, ইউজিসির এ ধরনের সিদ্ধান্তে যদি কোনো পরিবর্তন নিয়ে আসতে হয়, সেখানে আমাদের প্রতিনিধি রাখতে হবে। আমরা এ সিদ্ধান্ত প্রত্যাহার করছি।’ মানববন্ধনে শিক্ষক সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close