reporterঅনলাইন ডেস্ক
  ১৮ মার্চ, ২০১৯

ইউল্যাবে মিট অ্যান্ড গ্রিট

ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) অডিটোরিয়ামে সিএসই বিভাগ ও আইইইই ইউল্যাব স্টুডেন্ট ব্রাঞ্চের সহযোগিতায় আইইইই কম্পিউটার সোসাইটি মেম্বারস মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর এইচ এম জহিরুল হক। আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ার প্রফেসর ড. মো. শরিফুল ইসলামের সাভাপতিত্বে মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের প্রধান ড.মো. শাহরিয়ার রহমান, প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক, ড. মুস্তফা হাবীব চৌধুরী, ড. মো. হাসান ইমাম, ড. ম. শামীম কায়সার, ড. নাফিস মনসুর, ড. মো. গোলাম কিবরিয়া, মো. আহসান হাবীব, মো. সামিন রহমান ও মো. সাইদুর রহমান কোহিনুর প্রমুখ। অনুষ্ঠানে ১৫টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও ১২টি আইটি প্রতিষ্ঠানের অতিথিদের উদ্দেশে একবিংশ শতাব্দীর কম্পিউটিং ও বিজনেস গ্রোথ বিষয়ে রুল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের প্রাইস ওয়াটারহাউস কুপারসের অরিজিত চক্রবর্তী। এছাড়াও, ইন্ডাস্ট্রি ৪.০ সংশ্লিষ্ট আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য ডাটা এনালাইটিক্সের গুরুত্ব প্রসঙ্গে বক্তব্য দেন অনির্বাণ মজুমদার, শুভজিত সাহা, অমরেশ রায় ও প্রসেনজিত পাল প্রমুখ। উক্ত অনুষ্ঠানে আইটি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ আইইইই সিএস সদস্যপদধারী ছাত্রছাত্রীদের ইন্টার্ন সুবিধা দেওয়ার ব্যাপারে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে, বাংলাদেশের ৭টি আইইইই কম্পিউটার সোসাইটি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারের পক্ষ থেকে বার্ষিক কার্যক্রম উপস্থাপন করে শ্রেষ্ঠ হয় আইইইই আইইউবি সিএস ব্রাঞ্চ চ্যাপ্টার। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close