reporterঅনলাইন ডেস্ক
  ১৪ এপ্রিল, ২০২২

মুহাম্মদ তাজুল ইসলাম

টিপ পরা

টিপ পরা

ভালো নাকি মন্দ

বেঁধে গেছে আসলেই

দুই ধারে দ্বন্দ্ব।

চোখ খোলা

দেখি সত্যিটা রুদ্ধ

বাক-প্রতিবন্ধী না

দেখি সব নই আমি অন্ধ।

যুক্তির খেলা চলে

চলবেও অবিরাম

জিত নয় হারও আছে

রটে বেশি গন্ধ হারাম।

টিপ পরা স্বাধীনতা

ব্যক্তির পছন্দ

তবে কেন গালাগালি

হবে কেন দ্বন্দ্ব।

ব্যক্তির অধিকারে

দেব নাকো হাত

আলামতে কেয়ামত

সাক্ষাৎ সময়ের সাথ।

পথে-ঘাটে ছড়াব না

গুজব, ঘৃণা ও হিংসা

মুসলিম-হিন্দু রেষারেষি নয়

চাই সম্প্রীতি আর মীমাংসা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close