reporterঅনলাইন ডেস্ক
  ১৪ এপ্রিল, ২০২২

হেলাল আনওয়ার

বীভৎস কঙ্কাল

বলেছিলে ভালোবাসবে অনিঃশেষ

যেমন শ্রমিক তার আয়ের উৎসকে

ভালোবাসে জীবনের অধিক।

একতাল রাতের গহ্বরে

স্বপ্নরা ডুবে গেছে

মিশে গেছে বিদূষী জোছনার হাসি

নির্মল আলোর বেদীতে

এখন নিত্য তপ্ত রক্ত

যেন হাহাকারের উৎসভূমিতে

বসে আছি

তৃষাতুর ক্ষীণাঙ্গী বীভৎস কঙ্কাল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close