
১৪ এপ্রিল, ২০২২
পৃথ্বীশ চক্রবর্ত্তী
লাবণ্যমিশ্রিত নারী

মনের আকাশ আজ ডুবে আছে ঘনকালো মেঘে
কালবৈশাখীর ঝড় এসে কাল করে দেবে দূর
কালোর বদলে নীল দেবে, ঝড়ের অমিত বেগে
বেজে উঠবে মানবসভ্যতায় সম্প্রীতির সুর।
দিনের আকাশে সূর্য, চাঁদণ্ডতারার রাত্তিরে মেলা
মাটির জগতে মেলা পাশাপাশি মানুষে মানুষে
সিন্ধুর উত্তাল বুকে নৌডোবা নাবিক পায় ভেলা
যখন বিক্ষুব্ধ ঝড় প্রতিবাদী ফানুসে ফানুসে।
মাতাল হাওয়া নিয়ে আসবে সবুজ রং খাম
খামের ভেতরে চিঠি বৈশাখীর স্বাগত জানানো
তখনো এ শরীরে রবে বাসন্তী চৈতালী ঘাম
প্রকৃতির মধ্যে যেন শুভেচ্ছার ব্যানার টানানো।
শব্দ স্পর্শ রূপ রস গন্ধে লাবণ্যমিশ্রিত নারী
সৌন্দর্য বাড়ায় তারপরে যখন বৈসাবি শাড়ি।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন