reporterঅনলাইন ডেস্ক
  ১৪ এপ্রিল, ২০২২

পারভেজ আহসান

শেকড় ছেঁড়ার শব্দ-৫

হঠাৎ বদলে গেছে গ্রামের ভূগোল

চা-স্টলের দেয়ালে লাগানো স্মার্ট টিভি

মুঠোফোন ও আন্তর্জালিকতায় নিমগ্ন মানুষ

দিন-রাত্রি মানুষ দেখছে ক্যাটরিনা

ও দীপিকা পাড়ুকোনের নাচ

তাদের বুকের উত্তাপে পুড়ে যাচ্ছে গ্রামীণ যুবক

এখন দোকানিরা ভুলে গেছে হালখাতা উৎসব

গ্রামীণ মেলায় মাটির পুতুল, মুরলি-মুড়কির দোকানে

চৈত্রের দুপুর

লাউড স্পিকারের আওয়াজে মিশে যায়

নাগরদোলা ও শিশুর বাঁশির শব্দ

এক দিন এখানে বসত লালন শাহ, হাসন রাজা

ও সিরাজ সাঁইয়ের গানের হাট

শাহ আবদুল করিম গাইতেন-

‘গান গাই আমার মনরে বোঝাই

মন থাকে পাগলপারা’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close