reporterঅনলাইন ডেস্ক
  ১৪ এপ্রিল, ২০২২

মো. মোবারক হোসেন ভূঁইয়া

বৈশাখের কাছে পাওয়া উত্তর

চৈত্রের শেষ বিকেলের গোধূলিলগ্নে

আগমনী পহেলা বৈশাখের কাছে

জানতে চেয়েছিলাম চুপিচুপি প্রশ্নে

কেন তুমি আস আমার জীবনে?

বৈশাখ আমায় বলেছিল কানেতে

তোমাকে নতুনভাবে সাজাতে

তোমাকে নতুন রঙে রাঙাতে

স্বপ্নে স্বপ্নে তোমার মন ভরাতে।

উত্তর শুনে ভাবতে ভাবতে মন

মনের অজান্তে আবার প্রশ্ন তখন

তোমার কি আছে ভালোবাসার বন্ধন?

ভালোবাসি তাই আসি বারবার

ফি বছর দেখা হয় তোমার আমার,

নতুন কবিতা আর গানের আসরে

আমাদের কথা হয় সুরে সুরে।

ভালো যদি বাস তবে প্রশ্ন আবার

কালবৈশাখী কেন বারবার?

কেন লন্ডভন্ড কর জীবন সংসার?

স্বপ্ন দুমড়ে-মুচড়ে কর একাকার!

এবার আত্মবিশ্বাসী উত্তর তার;

ঝড়ের পরের নীল আকাশ যত সুন্দর

দুঃখের পরের সুখ তত মনোহর,

নিরবচ্ছিন্ন সুখ কখনো সুখ নয়

সুখে-দুঃখে জীবন গড়তে হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close