reporterঅনলাইন ডেস্ক
  ১৪ এপ্রিল, ২০২২

আলমগীর খোরশেদ

বৈশাখী উৎসব

বিশাখা নক্ষত্রযুক্তা পূর্ণিমা

চান্দ্রভেদ থেকে বৈশাখী,

সম্রাট আকবরের ফসলি সন

নৃগোষ্ঠীর বৈসাবি।

রাজা শশাঙ্ক, সুলতান হোসেনশাহ

খাজনা আদায়ে বৈশাখ শুরু,

সারা বছরের গ্লানি মুছে

পুণ্যাহ, বিশু আর আরবিশু।

হালখাতা, নৌকাবাইচ, ঘোড়দৌড়

বায়স্কোপ, বৈশাখী মেলা,

তুকমা শরবত, জিলাপি, তরমুজ

হাওয়াই মিঠাই, বানরের খেলা।

নতুন জামাই, নায়রী মেয়ে

প্রথম মাছ কেনার ভার,

সালামি দেওয়া নতুন বছরে

সুখের পারাপার।

হারিয়েছে গ্রামীণ সব

বৈশাখ এখন রমনা বটমূলে,

পান্তা-ইলিশ, মঙ্গল শোভাযাত্রা

টিএসসি আড্ডা, শিকড় ভুলে।...

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close