reporterঅনলাইন ডেস্ক
  ১৪ এপ্রিল, ২০২২

দিলীপ কির্ত্তুনিয়া

চৈত্রের খরায়

চৈত্রের খরায় যেন শুষ্ক হৃদয় দিন না আসে।

দারুণ খরায় পুকুর শুকিয়ে যাক।

খাঁ খাঁ করুক জল পিপাসা -

খরায় কাতর সবুজ গাছগুলো- হোক না!

ফেটে যাক বিল ঝিল-আকাশ মৃত্তিকা।

ফসল যদি পুড়ে যায় যাক কৃষক কান্না।

এক বছর কৃষাণীর পায়ে আলতা না দিলে

কিছু হবে না।

কৃষাণী যেন কৃষাণকে ভালোবাসে।

জলের অভাবে সব কিছু মরে গেলে

এই অঙ্গীকারটুকু থাক বেঁচে -

হৃদয়ে যেন টুটা ফাটা দিন না আসে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close