reporterঅনলাইন ডেস্ক
  ১৪ এপ্রিল, ২০২২

সোহরাব পাশা

এক পয়সার হাসি

ফেরে না রঙিন দিন গাজনের মেলা

বিন্নি ধানের খৈ সাজঅলা চিনিঘোড়া

ফেরে না সে তালপাতার চশমা ঘড়ি

নীল ঘুড়ি

উৎসবমুখর সে প্রাচীন বটতলা

উদাসী বৈষ্ণব জোছনার পালাগান

ফেরে না কোথাও আর

একতারা হাতে সেই আকাশ বাউল

গূঢ দেহতত্ত্ব মারফতি কবিগান

কোন বাতাসে মিলিয়ে গেল দূর গাঁয়ে

নিশি জাগা সেই বিরহী বাঁশির সুর

আনন্দমধুর সোনা ঝরা স্বপ্নপুর

এখন কেবল কাল বৈশাখী ঝড়ের

তোলপাড়, মন নেই সে ভালোবাসার

এখন কেবল ধূ ধূ স্মৃতির পাহাড়

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close