reporterঅনলাইন ডেস্ক
  ২১ ফেব্রুয়ারি, ২০২২

সাজেদ বিশ্বাস

পতাকার অলঙ্করণ

কোনো এক রোদঝরা বিকেলের আলোয় লাল-সবুজ অঙ্কিত

একখণ্ড কাপড়ের ওড়াউড়ির স্বাধীনতা...

কী যে গর্বের ঢেউ খেলে আমার চোখে-মুখে,

রক্তকণিকা যেন ছলকে ওঠে এক ঝলকে।

মায়ের নাড়ীর টানের মতন করে অবিরাম খুঁজতে

থাকি চিরচেনা মাটি খুঁড়ে-খুঁড়ে মুক্তিযুদ্ধের ইতিহাস।

লাল-সবুজ মিছিল শোভিত বাবার কাঁধে

কোমল শিশুর হাতে অলঙ্করণে সজ্জিত

পতাকা দিব্যি সাক্ষী শহীদ মাতার

উপচে পড়া চোখের জল।

বৃষ্টিমুখর কাদা-মাখা মাঠে-ঘাটে

সাধারণ জনতা সোচ্ছার

তরুণেরা দুর্বার

বঙ্গোপসাগরের জমাট বাঁধা

অভিমানি ঢেউ-এর মতো

বলিষ্ঠ মুষ্টিবদ্ধ হাত উৎসর্গিত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close