reporterঅনলাইন ডেস্ক
  ২১ ফেব্রুয়ারি, ২০২২

মাসুদ অর্ণব

এখনো আমি

এখনো আমি স্মৃতির বৃষ্টিতে

ভেসে যাই; আজ রাতে মুষলধারে বৃষ্টিতে

আমার অবস্থা ডুবুডুবু।

বৃষ্টি দেখা লোকরা খুব কমই দেখে

বৃষ্টিতে কারো ভেসে যাওয়া, কিংবা

ডুবে যাওয়া। আসলে আমরা

নিজেকে অন্যের মাঝে দেখতে চাই; আর

এই দেখতে চাওয়া দৃশ্যের নাম ভালোবাসা।

তোমার চলে যাওয়ার পথে গড়ে ওঠা

প্রতীক্ষার পাহাড়ে আমি এখন গভীর ঘুমে!

অনুভূতির দরজায় টোকা দিও না। স্বপ্নময়

ঘুমের জগতে তোমাকে হারাতে চাই না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close