reporterঅনলাইন ডেস্ক
  ২১ ফেব্রুয়ারি, ২০২২

বাবুল আনোয়ার

প্রমিত ভাষা

কাকে তুমি অন্ধকার বলো

কাকে বলো আলো

কাকে বাইরে রেখে বসে থাকো

অন্তরালে নির্জনে একা

সুগত চোখ, অমল সংযমী বোধ

প্রলম্বিত গৌরব গাথায়

যাকে ধরে রাখো সযতেœ

সেও এক দিন দূর পথ ধরে

হেঁটে যায়, চলে যায়

প্রস্থানের সে অনুরাগ

প্রণয়ের সে পরিচয়

কারুর থাকে না তেমন প্রমিত ভাষা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close