
২১ ফেব্রুয়ারি, ২০২২
গোলাম কিবরিয়া পিনু
ভাঙনের কুচকাওয়াজ

নদীর ভাঙন একা নয়
- নদী নিজে ভাঙে
তার সাথে কতকিছু ভেঙে পড়ে।
নদী নিঃশব্দে ভাঙনের প্রস্তুতি গ্রহণ করে
ভাঙনের নীরবতা বহুকাল
থাকে অবদমনের কাল
এরপর ভাঙনের থাকে না রাত বা সকাল !
যেকোনো ভাঙন একা নয়
ভেতরে ভেতরে
বাইরে বাইরে
কতকিছু মিলে ভাঙনের কারুকাজ,
ভাঙতে হলেও
খুলতে হয় নিজেরও ভাঁজ !
পরতে হয় সাজ-
এরপর ভাঙনের কুচকাওয়াজ !
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন