শাফাত শফিক

  ১৫ আগস্ট, ২০২১

অভিশপ্ত এই আগস্টে

বুক ভেসে যায় বড় কষ্টে

অভিশপ্ত এই আগস্টে।

শ্বাপদেরা বিবর ছেড়ে

জোট বেঁধে সব আসল তেড়ে।

পিশাচেরা খুনের নেশায়

কুটিল হাতে গরল মেশায়।

হায়েনাদের নিঃশ্বাস প্রবল

নাগিনীদের বিষের ছোবল।

গড়ল তারা কৃষ্ণ জোট

নরকের কীট পাকাল ঘোট।

কেড়ে নিল পবিত্র প্রাণ

রক্ত গঙ্গায় বইল বান।

অভিশপ্ত এই আগস্টে

কত কিছু গেল নষ্টে।

গৌরবের ধন সব যা ছিল

অন্ধকার তা ঢেকে দিল।

কণ্টকিত হলো সুবর্ণ পথ

উল্লসিত যত উল্টোরথ।

ইতিহাসের সূর্যযাত্রা

পেল আবার কৃষ্ণমাত্রা।

কৃষ্ণ মেঘে ঢাকল আকাশ

রুদ্ধ হলো মুক্ত বাতাস।

দিগন্তজুড়ে কুয়াশা

স্বপ্নভূমিতে নিরাশা।

কৃষ্ণপক্ষের রাক্ষস ক্ষুধায়

চাঁদের জোছনা নিল বিদায়।

কীটের হানা মননে

সূর্য আবারও গ্রহণে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close