ফখরুল হাসান

  ১৫ আগস্ট, ২০২১

কোথায় নেই তুমি

এই যে নানান ফুলের সুগন্ধ ভেসে আসে বাতাসে

সিঁথিতে জলপুকুরে টকটকে রাঙা শাপলা ফুটে।

বাড়িতে সারি বাঁধা গাছ, কোথায় তুমি নেই?

বর্ষার বিকালে বৃষ্টিজল তা কি বাঙালির জন্য

তোমার কান্না নয়? চাষের জমিতে উচ্চারণ হয়

ভাইয়েরা আমার, মহাসংগীতের সেই কণ্ঠস্বর!

পলিমাটির মতো হৃদয়ে মানুষের জন্য চাষাবাদ।

সেই রাতে কালবৈশাখীর ঝড়ে তছনচ হয়ে গেছে...

এখনো মেঘযুক্ত আকাশে তুমি রংধনু হয়ে আছ।

কোথায় নেই তুমি! জনক তোমার কণ্ঠ এখনো

বাতাসে ভেসে আসে প্রতিটি মুহূর্ত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close