পারভেজ আহসান

  ১৫ আগস্ট, ২০২১

এক নাবিকের গল্প

স্বপ্ন বোনে ছিল এই চোখ-

গাছের পাতায় উচ্চারিত হবে প্রেমের সিম্ফনি

জোছনার জলে স্নাত হবে এ সমাজ

পাখিরা উড়বে যত্রতত্র

বাউল বাতাসে ভাসবে বকুল গন্ধ

মুক্তির গান হবে শ্রেষ্ঠ কাব্য।

অতঃপর এক দিন

তার বুক ক্ষত হলো ডালিম দানায়

ঝরা কুসুম ও পাখির পালকে ঢেকে গেল

সোনার জমিন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close