এনাম আনন্দ

  ১৫ আগস্ট, ২০২১

আমরা লজ্জিত হে পিতা

আমি সেই দিনটির কথাই বলছি

যেদিন-

পৃথিবীর রঙিন ফুলগুলো পেয়ে ছিল লজ্জা।

আমি সেই দিনটির কথাই বলছি

যেদিন-

সিঁথির সিঁদুর লজ্জায় মুখ ঢেকে ছিল আড়ালে।

আমি সেই দিনটির কথাই বলছি

যেদিন-

ক্ষোভ আর ঘৃণায় কৃষ্ণচূড়া করেছিল চিৎকার।

আমি সেই দিনটির কথাই বলছি

যেদিন-

পৃথিবীর লাল রংদের শোকে ভারী হয়ে ছিল

আকাশ বাতাস।

আমি সেই দিনটির কথাই বলছি

যেদিন-

শেখ মুজিব ও তার ঔরসের রক্তের বন্যায়

রঙিন হয়ে ছিল ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির সিঁড়ি।

আমি সেই দিনটির কথাই বলছি

যেদিন-

পাখপাখালি গানের পরিবর্তে করে ছিল বিলাপ।

আমি সেই দিনটির কথাই বলছি

যেদিন-

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির নামটি

মুছে দিতে চেয়ে ছিল, ইতিহাসের পাতা থেকে।

আমরা লজ্জিত হে পিতা! আমরা লজ্জিত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close