reporterঅনলাইন ডেস্ক
  ১৫ আগস্ট, ২০২০

সেহাঙ্গল বিপ্লব

কোনো দুর্ঘটনা নয়

প্র্রতিটি রাতের মতো ঘুমন্ত ছিল না সেই রাত!

সেই রাতে জেগেছিল হন্তারক লাল চোখে,

চোখগুলো ছিল শুধু কামানে, বন্দুকে আর

ভারী মেশিনগানের ঝাঁজালো ট্রিগারে, ট্যাংকের বহরে।

পনেরো আগস্ট কোনো দুর্ঘটনা নয়।

কেন এত ক্রোধ ছিল সে চোখগুলোয়?

কেন এত মারমুখী ছিল তাদের ট্রিগার?

কীসের নেশায় তারা বেছে নিয়েছিল অভিশাপ?

কোন প্রতিশোধ গর্জে উঠেছিল ওদের বিবেকে?

পনেরো আগস্ট কোনো দুর্ঘটনা নয়।

পনেরো আগস্ট ছিল দীর্ঘ লালসার পরিকল্পিত তা-ব

রঞ্জিত করেছে এই পলিময় সোনা-ফলামাটি।

ঘাতকের বুলেট কি জানত বিদীর্ণ করে গেল যেইবুক

সে বুকটি অন্য কারো নয়, ছাপ্পান্ন হাজার বর্গÑ

মাইলের বাংলাদেশ।

কলঙ্কিত অধ্যায়ের সেই রেশ এখানে-ওখানে

আজও নিমক-হারাম প্রতিবেশীর মতোই ঘুরে বেড়ায় ঘাতক!

পনেরো আগস্ট কোনো দুর্ঘটনা নয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close