reporterঅনলাইন ডেস্ক
  ১৫ আগস্ট, ২০২০

সোহরাব পাশা

বঙ্গবন্ধু, তোমার নামেই বাংলাদেশ

অমা রাত্রির সমুদ্রে ডুবে ছিল বাংলার শেষ ভরসার

সোনার সাম্পান ক্ষিপ্র হাওয়ার তরঙ্গে,

অঙ্গার ও কাঠকয়লার নিচে পুড়ছিল নতুন ভোরের

স্বপ্নদিন, ভালো থাকার আনন্দ সময়,

দুপুরে নেমে আসে মেঘলা সন্ধ্যা, জ্বলছিল সেদিন গোপন

সর্বনাশ, চারদিকে বিষাদের নিভৃত আগুন;

সেই ভয়ংকর দুঃসময়ে দৃপ্ত পায়ে তুমি এলে

দুঃসাহসে অন্ধ অবরুদ্ধ আলোর দুয়ার খুলে

ঘুরে দাঁড়াল মানুষ তোমার আহ্বানে,

অপূর্ব ধ্রুপদী ভাষা ছিল তোমার বিনম্র কণ্ঠে

জীবনের নিবিড় ভালোবাসা ছিল বাংলাদেশ

আর বাংলার বঞ্চিত দুঃখী মানুষের প্রতি

তাই তুমি মৃত্যুভয়কে উপেক্ষা করেছো বারবার

এক দিন অবিশ্বাস্য ঘাতক আঁধার কেড়ে নিল বাংলার

প্রাণ, তোমার বিষাদে মুখ ঢাকল ভোরের সূর্য

বিপুল বিস্ময়ে অবাক নির্বাক হলো সারা বিশ্ব

আজও কাটেনি সেই ঘোর এত অশ্রু, এত রক্ত

কীভাবে ধারণ করে আছে বাংলার মাটি আর জল!

‘বঙ্গবন্ধু’, তোমার নামেই বাংলাদেশ, এই উজ্জ্বল পতাকা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close