আন্তর্জাতিক ডেস্ক
সিরিয়ায় নির্বাচন কবে হবে জানালেন শারা

প্রথমবারের মতো জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন সিরিয়ার অন্তর্র্বতী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সোমবার এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, নির্বাচনের জন্য আরও ৪ থেকে ৫ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে সিরিয়াবাসীকে।
দেশটির টেলিভিশন চ্যানেল সিরিয়া টিভিকে দেওয়া সেই সাক্ষাৎকারে এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে শারা বলেন, “আমার অনুমান, নির্বাচনের জন্য আরও চার কিংবা পাঁচ বছর অপেক্ষা করতে হবে আমাদের। কারণ এজন্য একটি বড় অবকাঠামো প্রয়োজন এবং সেই অবকাঠামো নির্মাণ কিংবা পুনঃনির্মাণ করতে সময়ের প্রয়োজন।”
“যেমন প্রথম কাজ হলো জনশুমারি ও ভোটারতালিকা হালনাগাদ করা। বিশ্বের কোনো দেশে জনশুমারি ও ভোটারতালিকা হালনাগাদ করা ছাড়া নির্বাচন অসম্ভব।” আহমেদ আল শারা বলেন, অন্তর্র্বতী সরকারের মেয়াদে সিরিয়া আন্তর্জাতিক আইন-কানুন জারি করা করা হবে এবং সেসবের ভিত্তিতেই হবে জাতীয় নির্বাচন।
"