আন্তর্জাতিক ডেস্ক
ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁ
ইউরোপকে আরো দায়িত্ব নিতে বাধ্য করছে ট্রাম্প নীতি ও রাশিয়া

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ বলেছেন, ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন এবং মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নীতি ইউরোপকে নিজেদের ভৌত ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য আরও বেশি দায়িত্ব নেওয়ার দিকে ঠেলে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ও ইউরোপের সামরিক প্রতিরক্ষা জোরদার নিয়ে আলোচনার জন্য ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের এক সম্মেলনে সোমবার মাক্রোঁ একথা বলেন।
সম্মেলনের শুরুতেই ইইউ এর ওপর ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার প্রভাব পড়েছে। রোববার ট্রাম্প ইইউ থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক চাপানো হবে বলে ঘোষণা দেন। এর আগে তিনি কানাডা, মেক্সিকো ও চীনের পণ্যে শুল্ক আরোপের পদক্ষেপ নিয়েছিলেন। ব্রাসেলস সম্মেলনে উপস্থিত নেতারা ট্রাম্পকে বাণিজ্য যুদ্ধ শুরু না করার জন্য সতর্ক করে বলেছেন, তিনি যদি তা করেন তবে ইইউ পাল্টা ব্যবস্থা নেবে।
"