আন্তর্জাতিক ডেস্ক
সোমালিয়ায় আইএসের আস্তানায় বিমান হামলা

আফ্রিকার পূর্বাঞ্চলীয় দেশ সোমালিয়ায় বেশ সক্রিয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আস্তানায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নিজেই এ হামলার খবর দিয়েছেন। বলেছেন, তার নির্দেশেই শনিবার আইএসের এক ঊর্ধ্বতন ‘আক্রমণ পরিকল্পনাকারী’সহ একাধিক সদস্যের ওপর এই হামলা হয়েছে।
“এই খুনিরা, যাদের আমরা গুহায় লুকিয়ে থাকতে দেখি, যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের হুমকি দিয়েছে। হামলায় তাদের গুহা ধ্বংস হয়েছে, যেখানে তারা থাকতো এবং অনেক সন্ত্রাসীও মরেছে। তবে বেসামরিকদের কোনো ক্ষতি হয়নি,” সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এমনটাই বলেছেন ট্রাম্প।
সোমালিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, দেশের উত্তরে আইএস নেতাদের লক্ষ্য করে মার্কিন বিমান হামলার বিষয়টি তারা আগে থেকেই অবগত ছিলেন। হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি বিবিসি।
আইএসের কোন ঊর্ধ্বতন কর্মকর্তার ওপর হামলা হয়েছে পোস্টে তার নাম বলেননি ট্রাম্প। তার পোস্ট শেষ হয়েছে কড়া হুমকি দিয়ে, “আইএসআইএস এবং আমেরিকানদের ওপর আক্রমণকারী সকলের প্রতি বার্তা হলো- আমরা তোমাদের খুঁজে বের করে হত্যা করবো।”
পরে এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, শনিবারের এ হামলা সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র ও বাস্তবায়নে আইএসের সক্ষমতা আরো কমিয়ে দেবে।
"