আন্তর্জাতিক ডেস্ক

  ০১ ফেব্রুয়ারি, ২০২৫

মুক্তি দিতে যাওয়া ৩ জিম্মির নাম প্রকাশ করল হামাস

গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রথম ধাপে কয়েক দফায় ৩৩ জন জিম্মিকে মুক্তি দেবে হামাস। সেই ধারাবাহিকতায় ফিলিস্তিনি গোষ্ঠীটি শুক্রবার (৩১ জানুয়ারি) তিন জিম্মির নাম প্রকাশ করেছে, যাদের শনিবার মুক্তি দেওয়া হবে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবেইদা নিজের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছেন, শনিবার মুক্তি পেতে যাওয়া তিন জিম্মি হচ্ছেন ওফের কালডেরন, কিথ সিইগেল এবং ইয়ারডেন বাইবাস।

১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১০ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগারে বন্দি থাকা প্রায় চারশ ফিলিস্তিনিকে ছেড়ে দেওয়া হয়। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে অনুপ্রবেশ করে হামাস হামলা চালায়। ওই হামলায় এক হাজার ২০০ জন নিহত ও অন্তত ২৫০ জনকে জিম্মি করে গাজায় ধরে নিয়ে যাওয়া হয় বলে দাবি করে আসছে ইসরায়েল। হামলার জবাবে গাজায় সামরিক অভিযান শুরু করে তেল আবিব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close