আন্তর্জাতিক ডেস্ক

  ০১ ফেব্রুয়ারি, ২০২৫

বিবাহবিচ্ছেদের গুঞ্জন ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের

ভারতের ত্রিপুরা রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও তার স্ত্রীর বিবাহবিচ্ছেদের গুঞ্জন উঠেছে। তাদের ২৪ বছরের দাম্পত্যজীবন ভেঙে যাচ্েেছ উল্লেখ করে নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তার স্ত্রী নীতি দেব। নীতি দেব বলেন, চাইনি আমি এটা। চেষ্টা করেছি সংসার বাঁচাতে। পারলাম না। উনি (বিপ্লব) প্রলোভনের ফাঁদে পা দিয়েছেন।

কয়েক বছর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছিল তাদের বিবাহবিচ্ছেদ নিয়ে। তখন তার স্ত্রী নীতি দেব বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, সে খবর সবই ছিল ভুয়া। এবার তা সত্যি হতে চলেছে। নীতি দেব বলেন, আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি আমি। কিন্তু আর কিছুই করার নেই।

বিপ্লব দেব ত্রিপুরার ভূমিপুত্র। একসময় তিনি দিল্লিতে ছিলেন। কাজ করতেন জিম ট্রেইনারের। সেখানেই তাঁর সঙ্গে পরিচয় নীতির। তারপর ভালোবাসা ও বিয়ে। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে আছে।

২০১৬ সালে বিপ্লব দেবকে ত্রিপুরার রাজ্য সভাপতি বানায় বিজেপি। ২০১৮ সালে তাঁর নেতৃত্বে ত্রিপুরা রাজ্য থেকে বাম শাসনের অবসান ঘটায় বিজেপি। বিদায় নেন তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার। নতুন মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেবই। কিন্তু পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই ২০২২ সালে বিপ্লব মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। গত বছর ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে সংসদ সদস্যপদে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হন বিপ্লব দেব। এখন তিনি দিল্লির আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির একজন নেতা হয়ে প্রচারকাজে রয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close