আন্তর্জাতিক ডেস্ক

  ০১ ফেব্রুয়ারি, ২০২৫

সিরিয়ায় ‘অন্তর্ভুক্তিমূলক সরকার জরুরি’

কাতারের আমীর

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ‘জরুরি ভিত্তিতে’ সিরিয়ায় অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন। গত বৃহস্পতিবার দেশটির নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠকে কাতারের আমির এমন মন্তব্য করেছেন। কাতারের একটি আদালত একথা জানিয়েছে। দোহা থেকে এএফপি এই খবর জানিয়েছে।

কাতারের আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে, দামেস্ক সফরকালে কাতারের আমির ‘দেশটির স্থিতিশীলতা বজায় রাখা এবং পুনর্গঠন, উন্নয়ন এবং সমৃদ্ধির স্বার্থের’ সকল দল ও মতের প্রতিনিধিদের সমন্বয়ে বিস্তৃত পরিসরে জরুরি ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের ওপর জোর দিয়েছেন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close