আন্তর্জাতিক ডেস্ক

  ৩১ জানুয়ারি, ২০২৫

ইন্দোনেশিয়ার সৈকত থেকে ৭৫ রোহিঙ্গা শরণার্থী উদ্ধার

ইন্দোনেশিয়ার পশ্চিম উপকূল থেকে একটি অভিবাসী নৌকাসহ অন্তত ৭৫ জন রোহিঙ্গা শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৪ জন শিশু রয়েছে। গত বুধবার কর্তৃপক্ষ তাদের পর্যটক সৈকতে অবতরণে বাধা দেয়।

আচেহ প্রদেশের লেউগে সৈকতে অবতরণের সময়, নিরাপত্তা কর্মকর্তা শরণার্থীদের নৌকায় থাকার নির্দেশ দেন এবং সৈকতের চারপাশে পাহারা দিতে পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয় বাসিন্দারা শরণার্থীদের খাবার সরবরাহ করলেও, তাদের সৈকতে নামতে দেওয়া হয়নি। স্থানীয় কর্মকর্তা রিজালিহাদি জানান, আজ সরকারি ছুটির দিন, এখানে প্রচুর জনসমাগম এবং আতঙ্ক রয়েছে তারা জনতার সঙ্গে মিশে যেতে এবং পালিয়ে যেতে পারে।

তিনি বলেন, এই মুহূর্তে তাদের নৌকায় থাকতে হবে, যতক্ষণ না জাতিসংঘ শরণার্থী সংস্থা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রতিনিধিরা আসেন। রোহিঙ্গারা মায়ানমারে দীর্ঘকাল ধরে নির্যাতনের শিকার হচ্ছেন, বিশেষত মিয়ানমারের রাখাইন রাজ্যে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close