আন্তর্জাতিক ডেস্ক

  ৩১ জানুয়ারি, ২০২৫

সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট বিদ্রোহী নেতা আল-শারা

সিরিয়ার অন্তর্বর্তী সরকার পরিচালনার জন্য নতুন প্রেসিডেন্ট হিসেবে দেশটির ডি ফ্যাক্টো নেতা আহমেদ আল-শারার নাম ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে দেশটির সংবিধান স্থগিতের ঘোষণা এসেছে বলেও জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা (এসএএনএ)। গত বুধবার (৩০ জানুয়ারি) সানার এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্র্বতী সরকার পরিচালনার জন্য আল-শারাকে একটি অস্থায়ী আইন পরিষদ গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে। নতুন একটি সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত এই আইন পরিষদ নিজেদের দায়িত্ব পালন করে যাবে। সিরিয়ার নতুন ডি ফ্যাক্টো সরকারের সামরিক পরিচালনা খাতের মুখপাত্র হাসান আবদেল ঘানি নতুন প্রেসিডেন্টের নাম ঘোষণা করেছেন। তিনি দেশটির বিদ্যমান সশস্ত্র বাহিনীগুলোরও বিলুপ্তি ঘোষণা করেছেন। আবদেল ঘানি এক ঘোষণায় জানিয়েছেন, সশস্ত্র বাহিনী বিলুপ্ত করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা আবদেল ঘানিকে উদ্ধৃত করে বলেছে, সব সামরিক বাহিনী বিলুপ্ত হয়ে গেছে... এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close