আন্তর্জাতিক ডেস্ক
৩১ জানুয়ারি, ২০২৫
ইসরায়েল ও হামাসের মধ্যে ফের বন্দি বিনিময় শুরু

ইসরায়েল ও হামাসের মধ্যে ফের বন্দি বিনিময় কার্যক্রম শুরু হয়েছে। যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবেই দুই পক্ষের মধ্যে এই বিনিময় হচ্ছে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ৩০ শিশুসহ অন্তত ১১০ ফিলিস্তিনিকে মুক্তি দিতে যাচ্ছে ইসরায়েল। এর বিপরীতে আট জিম্মিকে ছেড়ে দেবে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ।
জিম্মিদের মধ্যে তিনজন ইসরারেলি নাগরিক বাকি পাঁচজন থাই। অন্যদিকে দখলকৃত পশ্চিম তীরে অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সেখানের তাম্মান এলাকায় বিমান হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন