আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ জানুয়ারি, ২০২৫

গ্রিনল্যান্ড কেনায় যুক্তরাষ্ট্রে বিল পাসের প্রস্তুতি চলছে

গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়ার পর একাধিকবার ডেনমার্কের আধা-স্বায়ত্ত্বশাসিত দ্বীপ গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এবার দেশটির প্রতিনিধি সভায় এ সংক্রান্ত বিল পাসের প্রস্তুতি নিচ্ছে রিপাবলিকানরা। বিলটি পাস হলে আইনিভাবে গ্রিনল্যান্ড কেনার আলোচনা করতে পারবেন ট্রাম্প।

‘মেক গ্রিনল্যান্ড গ্রেট এগেইন’ নামের বিলটিতে এখন পর্যন্ত প্রতিনিধি পরিষদের ১০ জন সদস্য সমর্থন জানিয়েছেন। এটির নেতৃত্ব দিচ্ছেন রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ডি ওগলেস এবং কংগ্রেসওম্যান ডিয়ানা হার্সবার্গার। ২০১৬ সালে ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট হন। তিনি সেবারও (২০১৯ সালে) কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছিলেন কীভাবে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করা যায়।

ট্রাম্প এবার সরাসরি হুমকি দিয়েছেন গ্রিনল্যান্ডকে নিজেদের দখলে নেওয়ার জন্য ডেনমার্কের ওপর সামরিক এবং অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে দ্বিধা করবেন না। তবে প্রথমে আলোচনার মাধ্যমে দ্বীপটি কেনার চেষ্টা করবেন বলে জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close