আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ জানুয়ারি, ২০২৫

লেবাননের নতুন প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রেসিডেন্ট নাওয়াফ সালাম লেবাননের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) দেশটির ১২৮ আসনের পার্লামেন্টে ৮৪ জন আইনপ্রণেতার সমর্থন পেয়ে তিনি এই পদে নির্বাচিত হন। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন তাকে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন।

প্রেসিডেন্সির মহাপরিচালক অ্যান্টোইন চৌকির এক সংবাদ সম্মেলনে জানান, সালাম বর্তমানে দেশের বাইরে রয়েছেন এবং মঙ্গলবার দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। ভোটাভুটিতে ৯ জন আইনপ্রণেতা বর্তমান তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতিকে সমর্থন দেন। দুই বছরের বেশি সময় ধরে লেবাননের রাজনীতিতে অচলাবস্থা চলছিল। গত সপ্তাহে জোসেফ আউন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী নির্বাচনের পথ সুগম হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close