আন্তর্জাতিক ডেস্ক

  ১২ জানুয়ারি, ২০২৫

হোয়াইট হাউস

ট্রাম্প ক্ষমতায় আসার আগেই গাজায় যুদ্ধবিরতি সম্ভব

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা ১৫ মাস ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি ‘সম্ভব’ বলে জানিয়েছে হোয়াইট হাউস। মূলত আর এক সপ্তাহেরও কিছু বেশি সময়ের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ট্রাম্প।

গতকাল শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বার্তাসংস্থাটি বলছে, শুক্রবার হোয়াইট হাউস নতুন আশার সঞ্চার করে বলেছেÍ গাজায় চলমান সংঘাত শেষ করার এবং সেখানে আটক বন্দিদের মুক্তির জন্য একটি চুক্তি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই “সম্ভব”।

বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য বিষয়ক পয়েন্টম্যান ব্রেট ম্যাকগার্কের কথা উল্লেখ করে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, “আমরা মনে করি এটা সম্ভব, কিন্তু আমাদের সামনে যে অনেক কঠোর পরিশ্রম রয়েছে সেটা ছাড়া এটা হবে না। যেমনটা আমি বলেছি, ব্রেট এখনও দোহাতেই আছেন। তিনি এখনও খুব কঠোর পরিশ্রম করছেন।”

তিনি আরও বলেন, “এটি (যুদ্ধবিরতি চুক্তি) তার এবং পুরো জাতীয় নিরাপত্তা দলের মনোযোগের কেন্দ্রে রয়েছে। এটি এমন কিছু যা আমরা খুব, খুব বেশি করে চাই সম্পন্ন করতে, এটি আমরা শুধুমাত্র যে অফিস ছাড়ার আগে সম্পন্ন করতে চাই তা-ই নয়, এটি করা প্রয়োজন। কারণ এই ব্যক্তিরা এখন অনেক দিন ধরে বন্দি হয়ে আছে এবং (তাদের জন্য) প্রতিটি দিনই অনিশ্চয়তার দিন, শোকের দিন।”

জন কিরবি বলেন, “এবং তাই শুধুমাত্র এটির ওপর ভিত্তি করে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করতে চান প্রেসিডেন্ট নিজেও এবং আমরা বিশ্বাস করি এটি সম্ভব, কিন্তু আবারও বলছিÍ অতিরিক্ত ছাড় দেওয়ার মানসিকতা এবং কঠোর পরিশ্রম ছাড়া এটি সম্ভব হবে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close