আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ জানুয়ারি, ২০২৫

ইসরায়েলি হামলায় গাজায় এক হাজার মসজিদ ধ্বংস

ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় প্রায় এক হাজার মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় ৮১৫টি মসজিদ পুরোপুরি ধ্বংস এবং ১৫১টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ১৯টি কবরস্থান এবং তিনটি গির্জাও ধ্বংস হয়েছে। শুধু গাজা নয়, পশ্চিম তীরের ২০টি মসজিদেও ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনা ঘটেছে।

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা বারবার আল-আকসা মসজিদে অনুপ্রবেশ করেছে। গত বছরের ২৫ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত ‘হনুকাহ‘ উৎসব চলাকালে দুই হাজার ৫৬৭ জন ইসরায়েলি অবৈধভাবে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে।

গাজায় ইসরায়েলের যুদ্ধের ফলে ফিলিস্তিনে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত ৪৫,৮০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গাজায় চালানো গণহত্যার অভিযোগে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলার মুখোমুখি হয়েছে। এসব উপেক্ষা করে ইসরায়েল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। একইসঙ্গে লেবানন, সিরিয়া, ইরানসহ বিভিন্ন স্থানেও হামলা চালিয়েছে গত বছরজুড়ে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close