আন্তর্জাতিক ডেস্ক

  ০৬ জানুয়ারি, ২০২৫

নাইজেরিয়ার বন্দুকধারীদের গুলিতে ক্যামেরুনের ৫ সেনা নিহত

নাইজেরিয়া থেকে আসা বন্দুকধারীরা সীমান্তে ক্যামেরুনের অন্তত পাঁচ সেনাকে হত্যা ও আরো বেশ কয়েকজনকে আহত করেছে। ক্যামেরুনের বাকিঞ্জাও গ্রামে হামলার এ ঘটনা ঘটে বলে শনিবার জানান দেশটির পার্লামেন্টে স্থানীয় প্রতিনিধি ও স্থানীয় একজন গোষ্ঠী নেতা। বাকিঞ্জাও গ্রামটি নাইজেরিয়ার সীমান্তবর্তী।

রয়টার্স বলছে, সম্প্রতি ক্যামেরুনের নাইজেরিয়া সীমান্ত অঞ্চলের ভূখন্ড দখলের চেষ্টা করে চলছে নাইজেরীয় বন্দুকধারীরা, এ হামলা সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ। ক্যামেরুনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় আকওয়ায়া জেলার গ্রাম বাকিঞ্জাও। এই জেলা থেকে নির্বাচিত এমপি আকা মার্টিন টায়োগা রয়টার্সকে জানান, শুক্রবার ভোররাতে হামলার এ ঘটনা ঘটেছে। ওই সময় কয়েকশ সশস্ত্র ফুলানি পশুপালক নাইজেরিয়ার তারাবা রাজ্যের সীমান্ত অতিক্রম করে এসে ক্যামেরুনের একটি সামরিক পোস্টে হামলা চালায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close