আন্তর্জাতিক ডেস্ক
০৮ ডিসেম্বর, ২০২৪
ফের চালু হচ্ছে প্যারিসের নটর ডেম ক্যাথেড্রাল
অগ্নিকাণ্ডে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাঁচ বছর পর শনিবার আনুষ্ঠানিকভাবে আবার চালু হয়েছে ফ্রান্সের প্যারিসে অবস্থিত ঐতিহাসিক নটর ডেম ক্যাথেড্রাল। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ কয়েকজন বিশ্বনেতা।
২০১৯ সালের ১৫ এপ্রিল বিকেলে নটর ডেম ক্যাথেড্রালে আগুন লাগে। এ ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ক্যাথেড্রালের ছাদ। ধসে পড়ে এটির চূড়া। দেশের অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যেও দ্রুত এটি সংস্কারের মাধ্যমে পুনরুদ্ধার করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।
তবে ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতার কারণে নটর ডেম ক্যাথেড্রালের মতো একটি জনপ্রিয় স্থাপনা পুনরুদ্ধারে জাতীয় কৃতিত্বের অনুভূতি অনেকটাই ম্লান হয়ে গেছে। রাজনৈতিক সংকটে ফ্রান্সে এখনো শক্তিশালী কোনো সরকারব্যবস্থা নেই।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন