আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ ডিসেম্বর, ২০২৪

সিরিয়ায় বিদ্রোহীদের দখলে আরো ৪ শহর

সিরিয়ার বিদ্রোহীরা আরো চারটি নতুন শহর দখল করেছে। সরকারবিরোধী অ্যাক্টিভিস্টদের দাবি, এর মাধ্যমে বিদ্রোহীরা কেন্দ্রীয় শহর হামার আরো নিকটে পৌঁছে গেল। তবে সরকারি বাহিনী গত সপ্তাহে হারানো কিছু ভূখণ্ড ফিরে পেয়েছে। খবর এপির।

সালাফি গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম ও তুরস্ক সমর্থিত বিরোধীদের নেতৃত্বে এই শহরগুলো দখল বিদ্রোহীদের সর্বশেষ অগ্রগতি। বিদ্রোহীরা এখন হামা থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধীরা এখন দেশের উত্তর ইদলিব প্রদেশের দক্ষিণাঞ্চল ও দেশের বৃহত্তম শহর আলেপ্পোর বড় অংশসহ অনেক শহর ও গ্রামে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

বিদ্রোহীদের সামরিক কার্যক্রম পরিচালনা বিভাগের পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্রীয় শহর হাফায়া, তাইবাত আল ইমাম, মারদিস ও সোরান দখলের সময় ৫০ জন সরকারি সেনা নিহত হয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই শহরগুলো দখলের সত্যতা নিশ্চিত করেছে।

সরকারপন্থি সংবাদমাধ্যম দামা পোস্ট জানিয়েছে, এই শহরগুলো ও এর আশপাশে তীব্র সংঘর্ষ চলছে। সরকারি বাহিনীর সদস্যরা সেখানে বিদ্রোহীদের লক্ষ্য করে আর্টিলারি শেল নিক্ষেপ করছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সিরিয়া ও রাশিয়ার বিমানবাহিনী ওই এলাকায় ব্যাপক হামলা চালাচ্ছে।

অবজারভেটরি ও সরকারপন্থি সংবাদমাধ্যম উভয়ই জানিয়েছে, মঙ্গলবার খানাসের গ্রামের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে সরকারি বাহিনী। কিছুদিন আগে তারা এর নিয়ন্ত্রণ হারিয়েছিল। আলেপ্পো যাওয়ার প্রধান রাস্তার পথে একটি গুরুত্বপূর্ণ স্থানে খানাসের গ্রামটি অবস্থিত।

আসাদ সরকার ও তার সমর্থনকারী বিদেশি শক্তি ও তাদের সশস্ত্র বিরোধী গোষ্ঠীগুলোর দীর্ঘ ১৩ বছরের সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় পাঁচ লাখ মানুষ নিহত হয়েছেন বলে অনুমান করা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close