আন্তর্জাতিক ডেস্ক
০৫ ডিসেম্বর, ২০২৪
এরদোয়ানের সমালোচনা করায় ৯ জন কারাগারে
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সমালোচনা করায় ৯ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। গত সপ্তাহে এরদোয়ানের সমাবেশ চলাকালে বিক্ষোভ করেন তারা। অভিযোগ করেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও সরকার ইসরায়েলে জ্বালানি তেল রপ্তানি অব্যাহত রেখেছে।
প্রেসিডেন্ট এরদোয়ান গত শুক্রবার একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন। এ সময় বিক্ষোভকারীরা জড়ো হয়ে ‘জাহাজে করে গাজায় বোমা নেওয়া হচ্ছে’, ‘গণহত্যায় মদদ দেওয়া বন্ধ করো’ ইত্যাদি স্লোগান দেন।
এ সময় তারা অভিযোগ করেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও সরকার ইসরায়েলে জ্বালানি তেল রপ্তানি অব্যাহত রেখেছে। এ ছাড়াও তারা বলেন, সরকার ফিলিস্তিনের প্রতি সংহতি বজায় রাখতে ব্যর্থ হয়েছে।
তাদের বিরুদ্ধে প্রেসিডেন্টকে অবমাননা ও বেআইনিভাবে সমাবেশে যোগ দেওয়ার অভিযোগ আনা হয়।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন