আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ ডিসেম্বর, ২০২৪

কুরস্কে রুশ বাহিনী ঠেকাতে লড়ছে ইউক্রেনীয় সেনারা

ইউক্রেনীয় সেনাদের দখল করা কুরস্ক অঞ্চল পুনরুদ্ধারে মরিয়া রাশিয়ার সেনাবাহিনী। অন্যদিকে রুশ বাহিনীকে ঠেকাতে প্রাণপণ লড়ছে ইউক্রেনীয় সেনারা। সর্বশেষ গতকাল বুধবার ভোরে পাঁচজন রাশিয়ান সেনা গোপনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও ড্রোন হামলায় নিহত বা আহত হয়েছে।

ক্যাফেতে বসে ইউক্রেনের সুমি শহরে সংঘর্ষের বর্ণনা দিচ্ছিলেন ২২৫তম আক্রমণ ব্যাটালিয়নের কমান্ডার ওলেক্সান্ডার। তিনি বলেন, আমার মনে হয়, রুশদের মানুষের সংখ্যা কখনো শেষ হয় না। তারা বারবার একের পর এক দল পাঠায়, কিন্তু প্রায় কেউই বেঁচে ফেরে না। আর পরদিন আবার নতুন দল আসে। যেন আগের দলের পরিণতি তাদের জানা নেই।

ওলেক্সান্ডার ও তার দুই সহযোদ্ধা টানা গোলাগুলির কারণে কানে কম শোনেন। তারা গত চার মাস ধরে কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অবস্থান রক্ষার একটি বিরল চিত্র তুলে ধরেন।

গত আগস্টে কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় অভিযান কৌশলগতভাবে সফল হলেও, এতে ব্যবহৃত অতিরিক্ত জনবল ও অস্ত্রশস্ত্রের কারণে ডনবাস অঞ্চলে রাশিয়ার অগ্রগতি সহজ হয় বলে সমালোচনা উঠেছে। তবে সমর্থকরা বলছেন, কুরস্ক অভিযান কিয়েভকে ভবিষ্যৎ শান্তি আলোচনার জন্য গুরুত্বপূর্ণ সুবিধা দিয়েছে।

ওলেক্সান্ডার বলেন, আমাদের উদ্দেশ্য কী, তা এখনো পরিষ্কার নয়। হয়ত আমাদের শুধু এখানে থেকে সময় পার করতে হবে। কিন্তু যদি আমাদের লক্ষ্য এ অঞ্চল ধরে রাখা হয়, আমরা সেটা করতে প্রস্তুত।

ওলেক্সান্ডার পশ্চিমা দেশগুলোর প্রতি ১৯৯৪ সালের বুদাপেস্ট মেমোরান্ডামের প্রতিশ্রুতি পূরণের দাবি জানান। তিনি বলেন, আপনারা আমাদের পারমাণবিক অস্ত্র নিয়েছেন। বদলে নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই কথা রাখুন। আমরা মরছি, আর আপনারা নিজেদের স্বার্থ নিয়ে খেলছেন। যুদ্ধ শেষ করতে যা যা দরকার, আপনারা তা দিন।

ওলেক্সান্ডার জানান, কুরস্ক অঞ্চলে সাম্প্রতিক রুশ হামলাগুলো ব্যর্থ হয়েছে। তবে ইউক্রেনীয় কর্মকর্তারা স্বীকার করেছেন, গ্রীষ্মের শেষ দিকে দখল করা ৪০ শতাংশ অঞ্চল ইতোমধ্যে রাশিয়া পুনরুদ্ধার করেছে।

তার ইউনিট আট মাস ধরে ফ্রন্টলাইন ছাড়েনি এবং বাখমুত, আভদিভকা, চাসিভ ইয়ারের মতো জায়গায় তীব্র লড়াই করেছে। রাশিয়ার বাহিনীর মধ্যে প্রশিক্ষিত প্যারাট্রুপার, বিশৃঙ্খল চেচেন যোদ্ধা এবং আফ্রিকান ভাড়াটে সেনা ছিল। তবে পেন্টাগনের দাবি করা ১২ হাজার উত্তর কোরীয় সেনার উপস্থিতি সম্পর্কে কোনো নিশ্চিত প্রমাণ পাননি তিনি। তিন সপ্তাহ আগে তার ইউনিট ৪০টি সাঁজোয়া যান ও ৩০০ রুশ সেনার আক্রমণ প্রতিহত করে। ড্রোন কমান্ডার ‘জাভাস্ক্রিপ্ট’ বলেন, আমরা প্রায় ৫০ জন রুশ সেনাকে হত্যা করেছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close