আন্তর্জাতিক ডেস্ক
০৪ ডিসেম্বর, ২০২৪
নতুন আরো ৭ মামলায় গ্রেপ্তার ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আরো সাতটি নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ইমরান খানের মুক্তির দাবিতে তার দল পিটিআইয়ের বিক্ষোভকে কেন্দ্র করে এসব মামলা করা হয়। গত সপ্তাহের ওই বিক্ষোভকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে।
ইমরান খান এক বছরের বেশি সময় ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে রয়েছেন। গত সোমবার তাকে সন্ত্রাসবাদবিরোধী আদালতে হাজির করা হয়। সেখানে নতুন সাতটি মামলায় তাকে গ্রেপ্তার দেখাতে পুলিশের আবেদন মঞ্জুর করেন আদালত। ইমরান খানের মুক্তি দাবিতে গত সপ্তাহে রাজধানী ইসলামাবাদে সমাবেশের ঘোষণা দেয় তেহরিক-ই ইনসাফ (পিটিআই) দলের নেতারা।
দেশের বিভিন্ন স্থান থেকে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ নিয়ে আসার পথে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন