আন্তর্জাতিক ডেস্ক
মেয়ের শ্বশুরকে উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন ট্রাম্প
মেয়ে টিফানি ট্রাম্পের শ্বশুর ও লেবাননের ব্যবসায়ী মাসাদ বুলোসকে মধ্যপ্রাচ্যবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওই পদে যোগ দেবেন তিনি। গত সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, মাসাদ একজন দক্ষ আলোচক এবং মধ্যপ্রাচ্যে শান্তির একজন অবিচল প্রবক্তা। ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘাত ১ বছরের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যকে জর্জরিত করছে। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বিজয়ী হন ডোনাল্ড ট্রাম্প। আর এর মাধ্যমে দেশটির প্রায় ২৫০ বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরতে চলেছেন সাবেক এ রিপাবলিকান প্রেসিডেন্ট।
"