আন্তর্জাতিক ডেস্ক

  ০৪ ডিসেম্বর, ২০২৪

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১১

যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননে হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করেছে। গত সোমবার হামলায় নিহতদের মধ্যে এক নিরাপত্তা কর্মকর্তাও রয়েছেন। খবর আলজাজিরার।

যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত ২৭ নভেম্বর ইসরায়েলি সামরিক বাহিনী ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর শুরু হয়। তবে যুদ্ধবিরতি সত্ত্বেও উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলছে। যদিও মধ্যস্থতাকারী ফ্রান্সের অভিযোগ, যুদ্ধবিরতির পাঁচ দিনে ইসরায়েলি বাহিনী অন্তত ৫২ বার লেবাননে হামলার ঘটনা ঘটিয়েছে। এতে যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সর্বশেষ সোমবার ইসরায়েলের বিমান হামলায় দক্ষিণ লেবাননে দুজন নিহত হয়। হিজবুল্লাহ প্রতিশোধ হিসেবে ইসরায়েলি সামরিক অবস্থানে রকেট হামলা চালায়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, রকেট হামলার পরপরই ইসরায়েল কয়েক দফায় বিমান হামলা চালায়। এতে আরো ৯ জন নিহত হন। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পাশাপাশি লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪০০০ জন নিহত এবং ১৬ হাজার ৫২০ জনের বেশি আহত হয়েছেন।

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩৭ : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরো ৩৭ জন নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৪ হাজার ৫০০ জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এ হামলায় আহত হয়েছেন আরো লক্ষাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৩৭ জন নিহত এবং আরো ১০৮ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকাজুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারের বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এ ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এ হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৪৪ হাজার ৪৬৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ১ লাখ ৫ হাজারের বেশি ফিলিস্তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close