আন্তর্জাতিক ডেস্ক

  ০৪ ডিসেম্বর, ২০২৪

হারানো ভূখণ্ড ফিরে পেতে চায় ইউক্রেন

রাশিয়ার দখলে চলে যাওয়া ক্রিমিয়াসহ নিজেদের ভূখণ্ড কূটনৈতিক পন্থায় ফিরে পেতে চায় ইউক্রেন। গত সোমবার জাপানের কিওডো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি স্বীকার করেছেন, সামরিকভাবে হারানো ভূখণ্ড উদ্ধারের সামর্থ্য ইউক্রেনীয় বাহিনীর নেই। তাই কূটনৈতিক সমাধানই একমাত্র পথ। তবে রাশিয়ার ভবিষ্যৎ আগ্রাসন ঠেকানোর মতো শক্তি অর্জনের পরই কূটনৈতিক তৎপরতা শুরু হবে বলেও জানান তিনি।

ইউক্রেনকে সামরিক সহায়তা ‘অপর্যাপ্ত’ বলে অভিযোগ করে জেলেনস্কি ন্যাটোয় দ্রুত ইউক্রেনের সদস্যপদ নিশ্চিত করার আহ্বান জানান। তিনি দাবি করেন, রাশিয়ার কুরস্কে উত্তর কোরিয়ার ১২ হাজার সেনা মোতায়েন রয়েছে। রুশ সেনাদের ক্ষয়ক্ষতি কমাতে পুতিন উত্তর কোরীয় সেনাদের ‘কামানের খোরাক’ হিসেবে ব্যবহার করছেন বলেও অভিযোগ করেন জেলেনস্কি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close